মেয়ো রোডে তৃণমূলের সংহতি দিবসের সভামঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আঞ্চলিক দলগুলির ওপর চাপ সৃষ্টি করা থেকে শুরু করে, ধর্ম, বর্ণ, জাতির ভিত্তিতে বিজেপি সুড়সুড়ি দিচ্ছে বলে অভিযোগ করেন মমতা। সেইসঙ্গে তৃণমূল নেত্রীর দাবি দেশের সব জাতীয় মিডিয়ার মালিককে ভয় দেখিয়ে রেখে দেওয়া হয়েছে। তাদের বাধ্য করা হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে ভুল খবর পরিবেশন করতে। যা থেকে মমতার দাবি, পশ্চিমবঙ্গের মিডিয়া এখনও অনেকটাই মুক্ত।
এদিন কটাক্ষের সুরেই মুখ্যমন্ত্রী বলেন, গুজরাটে দলিতদের মারধর হচ্ছে আর রাজ্যে পাঁচতারা হোটেল থেকে খাবার এনে দলিতদের ঘরে পাত পেড়ে বসা হচ্ছে। সভা থেকে এভাবে একের পর এক বিষয়ে বিজেপিকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তবে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেও এদিন কংগ্রেসের বিরুদ্ধে মুখ খোলা থেকে বিরত থাকেন তিনি। এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল ও মদন মিত্রকে জেলবন্দি করার বিরুদ্ধেও খোলাখুলি সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুকুল রায়ের বিশ্ববাংলা সহ অন্যান্য বিষয়ে লাগাতার খোঁচার এদিন জবাব দিতে গিয়ে তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি তৃণমূলের দিকে যত আক্রমণ আসবে ততই তৃণমূলের হাত শক্ত হবে।