State

এ রাজ্যে এমন হয়না, রাজস্থানের ঘটনা প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

বাঁকুড়ার ইন্দুপুরে বুধবার সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। রাজস্থানে মালদহের শ্রমিক আফরাজুল খানকে কুপিয়ে পুড়িয়ে হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, কেন এভাবে একজনকে পুড়িয়ে মারা হল? মারধরের অধিকার কে দিয়েছে সেকথাও জানতে চান তিনি। এ রাজ্যে এমন হয়না বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা ভাগাভাগি করেন তাঁরা দেশকে ভালবাসেন না। যাঁরা করেননা তাঁরাই আসল মানুষ।

ইন্দুপুরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন জঙ্গলমহলে শান্তি ফিরেছে। তিনি আরও বলেন, আগে জঙ্গলমহলে ত্রাসের পরিবেশ ছিল। গ্রামের ছেলেদের গায়ে মাওবাদী তকমা এঁটে দেওয়া হত। কিন্তু এখন মাওবাদী আতঙ্কের অবসান ঘটেছে। অলচিকি ভাষার পাঠ্যক্রম শুরু করার সঙ্গে আদিবাসীদের সরকারি চাকরির বয়ঃসীমা ৪৫ বছর অবধি করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও আদিবাসী উন্নয়ন নিয়ে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নিজের ভাষণে বিজেপিকেও একহাত নেন তিনি।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button