এটা একটা ঐতিহাসিক মুহুর্ত। সরকারের ‘নিজস্ব প্রতীক’-এর উদ্বোধনের মুহুর্তকে এই ভাষায় ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ নবান্নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব লোগোর।
গুজরাট, কেরালাসহ অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেরও নিজস্বতা থাকা প্রয়োজন। সেই উপলব্ধি থেকে বেশ কয়েক মাস আগে রাজ্য সরকার তাদের লোগোর ডিজাইন পাঠায় কেন্দ্রীয় সরকারকে। গত বুধবার লোগোর ডিজাইন অনুমোদন পায় কেন্দ্রীয় সরকারের। লোগোটির মধ্যে রয়েছে অশোক স্তম্ভের ছাপ। শুক্রবার থেকে এই নতুন লোগো রাজ্যের সমস্ত সরকারি কাজে ব্যবহৃত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এদিন তা স্পষ্ট করে দেন। পাশাপাশি সরকারের বিভিন্ন প্রকল্পকে মানুষের কাছে তুলে ধরার জন্য অনুষ্ঠানে উপস্থিত সরকারি কর্মচারিদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন তাঁর কাছে পাখির চোখ রাজ্যের নাম পরিবর্তন। বৃহত্তর ভাবনা নিয়ে রাজ্য সরকারের পথ চলার পরিকল্পনার কথাও অনুষ্ঠানে জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী।
(মুখ্যমন্ত্রীর ছবি – সৌজন্যে – ফেসবুক – মমতা ব্যানার্জী অফিসিয়াল)