
বিপুল জনসমর্থনে রাজ্য ক্ষমতায় ফেরার পর ফের জোটকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে জোটকে প্রায় প্রতিটি ভোটেই কড়া ভাষায় আক্রমণ করে এসেছেন তিনি। এদিন জয়ের পর জোটকে বাম এবং কংগ্রেস দুই দলের জন্য চূড়ান্ত ভুল পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন মমতা। তাঁর দাবি, একদিকে রাজ্য রাজনীতিতে এই পদক্ষেপ বামেদের জন্য সবচেয়ে বড় ভুল। অন্যদিকে বামেদের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করাটা জাতীয় রাজনীতিতে কংগ্রেসের জন্য একটা বড় ভুল। এদিন জোটকে কটাক্ষ করলেও বিজেপি বিরোধিতার একটা অক্ষরও তৃণমূল নেত্রীর গলায় শোনা যায়নি। বরং বিজেপির সঙ্গে তাঁদের মতাদর্শগত ফারাক আছে বলে স্বীকার করলেও, কেন্দ্রে বিজেপিকে ইস্যুভিত্তিক সমর্থনেরই ইঙ্গিত দিয়েছেন মমতা।