Kolkata

‘খেলাশ্রী’ পুরস্কার বিতরণে মুখ্যমন্ত্রী, প্রাক্তন ক্রীড়াবিদদের স্বাস্থ্যসাথীর আওতায় আনার ঘোষণা

রাজ্যের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন তিনি ক্ষমতায় আসার পর ২০১১ সালে দেখেন রাজ্যে ক্রীড়াক্ষেত্রে ব্যয়বরাদ্দ খুবই কম। অবহেলার শিকার হচ্ছে রাজ্যের খেলাধুলো। সেই পরিস্থিতি ক্রমশ বদলাতে শুরু করেন তিনি। এই কয়েক বছরেই ক্রীড়াক্ষেত্রে সরকারি বরাদ্দ ৭৪ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ৪৭৭ কোটি টাকা করেছেন তিনি। ৬ গুণেরও বেশি বেড়েছে বরাদ্দ।

খেলাধুলোর উন্নয়নে ১৫ হাজার ক্লাবকে প্রথম বছর ২ লক্ষ টাকা ও পরের ৩ বছর ১ লক্ষ টাকা করে সরকারের তরফে দেওয়া হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এজন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের ৬০০ কোটি টাকার মত ব্যয় হয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গলমহল থেকে সুন্দরবন সর্বত্র ফুটবল প্রতিযোগিতারও আয়োজন করা হচ্ছে। সেখানে ভাল খেলোয়াড়দের পুরস্কৃত করা হচ্ছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রাক্তন ক্রীডা়বিদদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাধীন করার নির্দেশও দেন। ফলে তাঁরা সরকারি হাসপাতাল তো বটেই, এমনকি বেসরকারি হাসপাতালেও বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা ভোগ করতে পারবেন।


(ছবি – সৌজন্যে – ট্যুইটার – এআইটিসি অফিসিয়াল)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button