বেলা ১১টা নাগাদ সু্প্রিয়া দেবীর বালিগঞ্জ সার্কুলার রোডের বাসভবনে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত নায়িকাকে শেষশ্রদ্ধা জানান তিনি। কথা বলেন শোকার্ত পরিবারের সঙ্গে। সুপ্রিয়া দেবীর কন্যা সোমা সহ সকলের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। জানান সুপ্রিয়া দেবীর দেহ বিকেল সাড়ে তিনটে নাগাদ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সেখানে তাঁর অনুরাগী থেকে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন।
রবীন্দ্র সদন থেকে সন্ধে সাড়ে ৬টা নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে ৫০ বছরের ওপর বাংলা সিনেমায় অভিনয় করা নক্ষত্র সুপ্রিয়া দেবীর। পরিবারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।