গত সোমবার সকালে দৌলতাবাদে বাস দুর্ঘটনার পর দুপুরেই সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী। রাত পর্যন্ত থেকে উদ্ধারকাজ তদারকি করার পাশাপাশি নিহতদের পরিবারের পাশে থাকেন তিনি যাতে তাঁদের পরিজনের দেহ পেতে কোনও সমস্যা না হয় তার ব্যবস্থাও করে দেন মুখ্যমন্ত্রী। এরপর মঙ্গলবার সকালে দৌলতাবাদে বালির ঘাট ব্রিজের পরিদর্শনের নির্দেশ দিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, পরিদর্শনের পাশাপাশি ব্রিজের ওপর যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করতেও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
এদিকে গত সোমবারই নিহতদের রাজ্য সরকারের তরফে পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। সেই অর্থ ইতিমধ্যেই জেলাশাসক নিহতদের পরিবারের হাতে তুলে দিয়েছেন বলে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে এখনও যেসব মানুষের দেহ জলের তলায় রয়েছে সেসব দেহ তুলে আনার কাজ চলছে বলে আশ্বস্ত করেন তিনি।