গত সোমবার দৌলতাবাদের মর্মান্তিক বাস দুর্ঘটনার পর উদ্ধারকাজে দেরির অভিযোগে সেখানে তুলকালাম হয়। পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ক্রেন ভাঙচুর, দমকলের গাড়িতে ইট, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি সবই হয়। ক্ষিপ্ত গ্রামবাসীদের ঠেকিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উদ্ধারকাজ শুরু করতে বেলা ১০টা বেজে যায়। পরে সেখানে মুখ্যমন্ত্রী হাজির হন। বিরোধীরা এই দুর্ঘটনার জন্য প্রশাসনিক গাফিলতির দিকেই আঙুল তোলেন। ঘটনার ২ দিন পর বুধবার দলের বর্ধিত কোর কমিটির বৈঠকের মঞ্চ থেকে বিরোধীদের সেই অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন কটাক্ষের সুরেই বলেন, বিরোধীরা এমন করছেন যেন তিনি বা তাঁর দল গিয়ে বাসটাকে ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছেন! এই ঘটনা একটা দুর্ঘটনা। তা মর্মান্তিক। এক বাসচালকের গাফিলতিতে দুর্ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী এদিন আরও সুর চড়িয়েই বিরোধীদের টিভির বাক্সে বিপ্লবী বলে কটাক্ষ করেন। বিরোধীদের ‘মৃত্যু দেখার শকুনি’ বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা মৃত্যু নিয়ে রাজনীতি করছেন বলে সমালোচনা করেন তিনি। পাশাপাশি দৌলতাবাদে যাঁরা পুলিশের গাড়ি ভাঙচুর থেকে আগুন লাগানোর মত ঘটনা ঘটিয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি, ভাঙচুর না করে উদ্ধারকাজ শুরু করতে দিলে আরও বেশ কিছু মানুষকে বাঁচানো যেত।