অবিলম্বে নিজের নিজের এলাকায় ফিরে শান্তি ফেরানোয় জোর দেওয়ার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেখানেই সর্বসম্মতিক্রমে দলের পরিষদীয় নেতা নির্বাচিত হন তিনি। পরে বক্তব্য রাখতে উঠে এলাকায় শান্তি প্রতিষ্ঠায় জোর দেওয়ার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের নির্দেশ দেন মমতা। আগামী ২৭ মে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা। এই শপথগ্রহণ অনুষ্ঠানে দল নির্বিশেষে আমন্ত্রণ জানান হচ্ছে দেশের সব নেতা-নেত্রীদের। তৃণমূল সূত্রের খবর, ওদিন রেড রোডে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকতে পারেন অর্থমন্ত্রী অরুণ জেটলিও। এছাড়া দেখা যেতে পারে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে।
Leave a Reply