
২০১৯-এ বিজেপি জিততে পারবেনা। ত্রিপুরায় সিপিএম আত্মসমর্পণ করেছে। তাই হেরেছে। কংগ্রেস তৃণমূলের সঙ্গে সমঝোতায় গেলে এই অবস্থা হতনা। শনিবার তাঁর প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরায় বিজেপির জয়ের এমনই ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অমিত শাহের বিজেপির স্বর্ণযুগের তত্ত্বকে নস্যাৎ করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ২০১৯-এ রুপো, ব্রোঞ্জ দূরে থাক তামাও পাবে তো বিজেপি?
ক’দিন আগেই ত্রিপুরার সম্ভাব্য ফল আন্দাজ করে মুখ্যমন্ত্রী বাম বিধায়কদের উদ্দেশ্য করে বিধানসভায় বলেছিলেন, ত্রিপুরায় বামেরা জিতলে তিনি খুশি হতেন। শনিবার সেই রেশ টেনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তাঁর দল মুখ্যমন্ত্রীকে খুশি করতে পারল না। এদিন অবশ্য ত্রিপুরায় হারের জন্য সিপিএমের হাল ছাড়া মনোভাবকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সিপিএম নেতৃত্ব এই হারের জন্য শাসক বিরোধী হাওয়াকেই কাঠগড়ায় চাপিয়েছে।