ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শিল্পায়নকে তরান্বিত করা যে তাঁর পাখির চোখ তা প্রায় সকলেরই জানা। সেই লক্ষ্যে তিনি এবার পাহাড়ে। দক্ষিণবঙ্গে শিল্প সম্ভাবনা নিয়ে যত আলোচনা হয়, উত্তরে শিল্প সম্ভাবনা নিয়ে তেমন হয়না। এবার সেই ধারণা বদলে উত্তরবঙ্গেও শিল্প সম্ভাবনা বৃদ্ধির পথে হাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রথমসারির শিল্পপতি ও পাহাড়ের শিল্পপতিদের নিয়ে তিনি একটি ২ দিন ব্যাপী সম্মেলনে যোগ দেবেন। সেখানে পাহাড়ে যেসব শিল্পের সুযোগ রয়েছে সেগুলি গড়ে তোলা নিয়ে আলোচনা হবে। বোঝাই যাচ্ছে এই উদ্যোগে পাশে পাওয়া যাবে রাজ্য সরকারকে।
পাহাড়ে চা শিল্পের সম্ভাবনা নতুন নয়। এছাড়া পাহাড়ের আবহাওয়ায় যেসব অর্কিড হয় তার বিদেশে চাহিদা বিপুল। সেদিকও খতিয়ে দেখা হবে। আবার পর্যটন তো রয়েছেই। একা দার্জিলিংই সারা বিশ্বের পর্যটকদের এখানে আসার জন্য আকর্ষিত করতে পারে। সব বিষয়েই আলোচনা হবে। ১৩ ও ১৪ মার্চ হবে শিল্প সম্মেলন।