দার্জিলিং সহ পাহাড়ে প্রচুর উন্নয়নের সম্ভাবনা রয়েছে। শিল্প সম্ভাবনা রয়েছে। পাহাড়ে শান্তি থাকলে শিল্প হবে। বিনিয়োগ আসবে। আর বিনিয়োগ আসলে পাহাড়ে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। পাহাড়ের বেকার যুবক-যুবতীরা চাকরি পাবেন। পাহাড়ের উন্নয়ন হবে। এদিন দার্জিলিংয়ে অনুষ্ঠিত প্রথম শিল্প সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে অশান্তি নিয়ে যে মুখ্যমন্ত্রীর চাপা অসন্তোষ রয়েছে তা এদিনও প্রকাশ পেয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে অশান্তি এখানে ১ হাজার কোটি টাকার ওপর আর্থিক ক্ষতির কারণ হয়েছে। তাই পাহাড়বাসীকে আর কোনও অশান্তি হওয়া রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি অশান্তিতে দিল্লিকে কাঠগড়ায় চাপাতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কাছে আর্জির সুরেই তিনি বলেন, অশান্তিতে মদত দিয়ে পাহাড়কে টুকরো করার চেষ্টা করবেননা। পাহাড়ে উন্নয়ন হতে দিন।
পাহাড়ের মানুষের আর্থিক উন্নতিকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী এদিন পাহাড়বাসীকে বোঝানোর চেষ্টা করেন যে, পাহাড়ে শান্তি থাকলে তা পাহাড়বাসীর জন্য সার্বিকভাবে কতটা ফলপ্রসূ হতে পারে। সকলকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রীর দাবি, পাহাড়ে শান্তি থাকলে ঠিকই বিনিয়োগ আসবে। সেইসঙ্গে এখানে শিল্প সম্ভাবনাকে তরান্বিত করতে রাজ্য সরকারও সবরকম সাহায্যে প্রস্তুত। তথ্যপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, অর্কিড, হর্টিকালচার, পর্যটন, হোটেল সহ একগুচ্ছ শিল্প সম্ভাবনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শুধু দেশীয় শিল্পপতিরাই নন, পাহাড়ে শিল্প সম্ভাবনা এতটাই উজ্জ্বল যে বিদেশি বিনিয়োগও আসার জন্য তৈরি বলে মনে করনে তিনি। জাপান পাহাড়ে বিনিয়োগে আগ্রহী বলেও জানান মুখ্যমন্ত্রী।