
একে রাজ্যের বেশ কিছু খামারে অনেক মুরগির মৃত্যু নিয়ে চিন্তা বাড়ছিল। তারমধ্যে বাদুড়িয়াতে ফর্মালিনে ডুবিয়ে মরা মুরগিকে সতেজ রেখে বিক্রির ভয়ংকর অভিযোগ সামনে আসার পর রাজ্য জুড়ে হৈহৈ পড়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই কেন এই কারবার চলছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে? প্রশাসনিক গাফিলতির কথা উঠে আসছে সাধারণ মানুষের মুখে।
এদিন সেই প্রসঙ্গ টেনে প্রাণিসম্পদ বিকাশ সচিব গোপালিকাকে বোলপুরের প্রশাসনিক বৈঠকে দাঁড় করিয়ে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ঘটনা এতদিন ধরে চলছে, তার খবর কেন দফতরের কাছে ছিল না তা নিয়ে এদিন প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। যার কোনও সদুত্তর সে অর্থে সচিব দিতে পারেননি। তবে তিনি জানান তাঁকেই জানানো হয়েছে দিন দুয়েক আগে। তারপরই তিনি তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেন। যদিও তাতে চিঁড়ে ভেজেনি।
মুখ্যমন্ত্রী এদিন পরিস্কার জানান, দফতর দায়িত্বপালনে ব্যর্থ। তাঁর দাবি, আধিকারিকদের ভুলে এসব হয়। অথচ প্রশ্নের মুখে পড়তে হয় সরকারকে। তাঁদের জবাবদিহি করতে হয়। মুখ্যমন্ত্রীর রোষ থেকে এদিন ছাড় পাননি উত্তর ২৪ পরগনার জেলাশাসক থেকে পুলিশ প্রশাসন থেকে বিডিও, কেউই। এদিন তিনি সাফ জানান, এঁরা সকলেই বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করেন। ফলে তাঁরা প্রাণিসম্পদ বিকাশ দফতরের সচিবকেও সেকথা জানাননি। তিনি যে এই বিষয়ে অত্যন্ত ক্ষুব্ধ তা এদিন পরিস্কার হয়ে গেছে অন্যদের কাছেও।