দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন দেখা করলেন একের পর এক বিভিন্ন দলের নেতারা। কথা হয়েছে। অ-বিজেপি জোটের বার্তা যে মুখ্যমন্ত্রী দিতে চেয়েছেন সেটা পরিস্কার। এদিন মুখ্যমন্ত্রী পরিস্কার জানান, যেখানে যে দল শক্তিশালী সেখানে সেই লড়বে। অন্যরা তাঁকে সমর্থন দেবে। উদাহরণ হিসাবে তিনি বলেন, উত্তরপ্রদেশে অখিলেশ, মায়াবতী জোট করে লড়লে তাঁদের প্রার্থীকে সমর্থন দেবে অন্যরা। ঠিক তেমনভাবেই তামিলনাড়ুতে ডিএমকে লড়বে, অন্যরা সমর্থন দেবে। নিজেদের মধ্যে একজোট হওয়া জরুরি বলে বোঝান মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী তাৎপর্যপূর্ণভাবে জানান তাঁর সঙ্গে আগামী বুধবার দেখা করতে আসার কথা অরুণ শৌরি, যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহার। অর্থাৎ বিজেপির মধ্যে যে বিজেপি বিরোধিতা রয়েছে তা কাজে লাগাতেও যে মুখ্যমন্ত্রী পিছপা হচ্ছেন না তা এ থেকে পরিস্কার। তবে কংগ্রেসের সঙ্গে দেখা করার বিষয়টি এড়িয়ে যান মুখ্যমন্ত্রী। তিনি চাইলেও সনিয়া গান্ধী অসুস্থতার কারণে দেখা করতে পারছেন না। রাহুল গান্ধী কর্ণাটকে প্রচারে থাকায় দেখা হওয়া সম্ভব নয়। তবে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যে তাঁর কোনও ঝগড়া নেই তা বোঝাতে এদিন মুখ্যমন্ত্রী নিজেই জানান রাহুল গান্ধী তাঁকে মাঝেমধ্যেই এসএমএস করেন। কথা হয়। কোনও সমস্যা নেই।