বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের চিঠি পেয়েই তিনি চিনে যেতে রাজি হয়েছিলেন। দেশের স্বার্থের কথা মাথায় রেখে তিনি চিনে যেতে রাজি বলে জানিয়েও দিয়েছিলেন। চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে চিনা সরকারের প্রতিনিধি দলের এই বৈঠক চূড়ান্ত করার কথা ছিল চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের। কিন্তু তিনি জানিয়েছেন চিনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক এখনও চূড়ান্ত হয়নি। ফলে চিন সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। এদিন এমনই জানিয়ে দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
শুক্রবার রাতেই চিন উড়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু যথোপযুক্ত পদমর্যাদার চিনা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চূড়ান্ত না হওয়ায় সেই সফর এদিন বাতিল হল। এতে কিছুটা অসন্তুষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী।