দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে শপথ নেবেন মমতা মন্ত্রিসভার ৪২ জন মন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সঙ্গে করে রাজভবনে যান মমতা। সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করে প্রথা মেনে তাঁর মন্ত্রিসভার তালিকা রাজ্যপালের হাতে তুলে দেন তিনি। সূত্রের খবর এবার বেশ কিছু নতুন মুখের দেখা মিলতে চলেছে নতুন মন্ত্রিসভায়। যে তালিকায় থাকছেন শুভেন্দু অধিকারী, ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল, সিপিএম ছেড়ে আসা রেজ্জাক মোল্লা, জেমস কুজুর, সিদ্দিকুল্লা চৌধুরী, অবনী জোয়ারদার, রবীন্দ্রনাথ ঘোষ, চূড়ামণি মাহাতো, গুলাম রব্বানি সহ একঝাঁক নতুন মুখ। তাছাড়া পুরনোদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়ের মত হেভিওয়েটরা তো রয়েছেনই। তবে কে কোন দফতর পাচ্ছেন তা এদিন জানাননি মমতা। শপথ গ্রহণের পর নবান্নে বিকেলে বৈঠকে বসতে চলেছে নতুন মন্ত্রিসভা। সেখানেই কে কোন দফতর পাবেন তা স্থির হবে। এদিকে শুক্রবারে রেড রোডে তারকাখচিত শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করছে বামফ্রন্ট, কংগ্রেস ও বিজেপি।
Read Next
Kolkata
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
Kolkata
November 8, 2024
নতুন বছরে নতুন আদি গঙ্গা, কলকাতার বুক চিরে গড়াবে নতুন জল
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 8, 2024
নতুন বছরে নতুন আদি গঙ্গা, কলকাতার বুক চিরে গড়াবে নতুন জল
November 4, 2024
রেশন দোকানে পাওয়া যেতে চলেছে নতুন স্লিপ, মুছে যাবে যাবতীয় ভুল বোঝাবুঝি
October 29, 2024
আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
Related Articles
Leave a Reply