প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেদিনীপুরের কলেজ মাঠে কৃষক কল্যাণ সমাবেশের সভায় গত সোমবার প্যান্ডেল ভেঙে বিপত্তির পর আহতদের মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়। আহত হন ৯০ জন। এঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর ছিল। তাঁরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রী নিজে যান হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে। তাঁদের সঙ্গে সেখানে কথা বলেন তিনি। ওদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করে জানান প্রধানমন্ত্রীর সভায় ওই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি। আহতদের রাজ্য সরকারের তরফে চিকিৎসার সবরকম সুবিধা দেওয়া হবে।
এই ঘটনার পর বৃহস্পতিবার তিনি নিজেই হাজির হলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজে। সেখানে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। সেই সঙ্গে ৩ জন আহতকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এই অর্থ প্রদান করা হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে।
প্রধানমন্ত্রীর সভায় আহতদের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী হাসপাতালের অন্য রোগীদের পরিস্থিতিও খতিয়ে দেখেন। কথা বলেন সুপারের সঙ্গে। হাসপাতাল ঠিকঠাক চলছে কিনা সে সম্বন্ধে খোঁজ নেন। আগামী দিনে হাসপাতালের উন্নয়ন নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী।