২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে যে তিনি বিরোধী দলগুলিকে সঙ্গে নিয়ে ব্রিগেডে একটি সভা করবেন তা আগেই জেনে গিয়েছিলেন রাজ্যবাসী। বাকি ছিল তার দিনক্ষণ ঘোষণা। আর তা যে ২১-এর মঞ্চ থেকে হবে তাও অনেকটাই পরিস্কার ছিল সকলের কাছে। হলও তাই। এদিন ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই আগামী ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তৃণমূল নেত্রী।
১৯ জানুয়ারি ব্রিগেডের মঞ্চ থেকেই ১৯-এ ১৯ দখলের ডাক দিলেন মমতা। ভারত সরকার দখলের ডাক দিলেন তিনি। জানিয়ে দিলেন ওদিন ফেডারেল ফ্রন্টকে একজোট করে মঞ্চে নিয়ে আসবেন সব দলের নেতানেত্রীদের। কর্মী সমর্থকদেরও দায়িত্ব দিয়েছেন জননেত্রী। জানিয়ে দিয়েছেন ২১শে জুলাইয়ের ভিড়কেও উপচে দিতে হবে ওদিন। আরও মানুষকে আনতে হবে। আর সে দায়িত্ব তিনি দিয়েছেন রাজ্য জুড়ে দলীয় নেতা কর্মীদের।
মুখ্যমন্ত্রী এদিন দলীয় কর্মী সমর্থকদের জানান, ব্রিগেডের সমাবেশের প্রস্তুতি তাঁরা যেন পুজোর পর থেকেই শুরু করে দেন। তিনি ব্রিগেড থেকেই ১৯-এর লোকসভা নির্বাচনের সবচেয়ে বড় ধাক্কাটা দেবেন। দেখিয়ে দেবেন ফেডারেল ফ্রন্টের শক্তি।