
২১শে জুলাইয়ের মঞ্চ থেকে এদিন কংগ্রেসকে খোলাখুলি সতর্ক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের স্পষ্ট অর্থ কংগ্রেস দ্বিচারিতা করছে। রাজ্য কংগ্রেস নেতৃত্বকে তিনি স্পষ্ট জানান, দিল্লিতে কংগ্রেস চাইছে তৃণমূলের সমর্থন। তা দিতে তাঁদের আপত্তি নেই। কিন্তু ওখানে সমর্থন চাইবেন। আর রাজ্যে সিপিএম, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন তা হয়না। তাঁরা কী করতে চান তা তাঁদের ভেবে দেখার পরামর্শ দিয়েছেন তৃণমূলনেত্রী। এদিন কটাক্ষের সুরেই মমতা বলেন, রাজ্যে জগাই-মাধাই-গদাই একসঙ্গে জোট বেঁধেছে। তাঁর কটাক্ষের অর্থ ছিল কংগ্রেস-সিপিএম-বিজেপি একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে জোট বেঁধে লড়ছে।
এটা কংগ্রেসের জন্য যথেষ্ট কড়া বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস, সিপিএম ও বিজেপি অনেক জায়গায় একসঙ্গে হয়ে তৃণমূলকে ঠেকানোর চেষ্টা করেছে বলে দাবি করে তৃণমূলনেত্রী বলেন কংগ্রেসকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। ২ রকম আদর্শ নিয়ে একটা দল চলতে পারেনা। সেক্ষেত্রে সামনের লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্য কংগ্রেসকে নিজেদের অবস্থান কিন্তু স্পষ্ট করতেই হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।
ফেডারেল ফ্রন্টে বামেদের থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এদিন নাম না করলেও সিপিএমকেও একই বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী।