শিলচরে তাঁর দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে পুলিশের ব্যবহারকে প্রশাসনের সুপার ইমারজেন্সি বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন গণতন্ত্র বলে কিছু নেই। রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে বিজেপি।
প্রসঙ্গত এদিন অসমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২টি মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের করেছে অসম পুলিশ। মুখ্যমন্ত্রীর গৃহযুদ্ধ মন্তব্যকে সামনে রেখেই একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিন আবার অসমের পর পশ্চিমবঙ্গেও নাগরিক পঞ্জী গঠনের দাবি জানিয়ে রাজ্য বিজেপি পথে নামে। ধর্মতলায় রাজ্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির কয়েকজন নেতার নেতৃত্বে মিছিল বার করে বিজেপি। পরে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপি প্রতিনিধিদল।
সেখান থেকে বেরিয়ে শিলচর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দিলীপবাবু বলেন, শিলচরে তৃণমূল রাজনীতি করতে গিয়েছিল। সেখানে শান্তি রাখতেই তৃণমূল প্রতিনিধিদলকে আটকে দিয়েছে পুলিশ। বিমানবন্দরে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে যে দাবি সামনে এসেছে তা নিয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপবাবু বলেন, তাঁর ফুটেজ দেখে মনে হয়েছে কোনও ধস্তাধস্তি নয়, তৃণমূল প্রতিনিধিদের কেউ কেউ পুলিশের সঙ্গে কাবাডি খেলছেন।