Kolkata

কন্যাশ্রী এবার থেকে সকলের জন্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাঁর কন্যাশ্রী প্রকল্প বিশ্বের দরবারে বাংলার মাথা উঁচু করেছে। তাঁর এই উদ্যোগের জন্য রাষ্ট্রপুঞ্জ পুরস্কৃত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এতদিন কন্যাশ্রীর সুবিধা পাওয়ার জন্য পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হতে হত। সেই শর্ত পূরণ হলে তবেই মিলত কন্যাশ্রীর সুবিধা। মঙ্গলবার কন্যাশ্রী দিবসের ৫ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সেই শর্তাবলী তুলে দিলেন। এখন কন্যাশ্রীর সুবিধা পাওয়ার জন্য কেবল সরকারি বা সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের ছাত্রী হলেই চলবে। মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন কন্যাশ্রী এখন সবার জন্য। এজন্য সরকারের বাড়তি ২০০ কোটি টাকা ব্যয় হবে। তবে তাঁর আশা এই সুযোগ কাজে লাগিয়ে পড়াশোনা করে বাংলার মেয়েরা আরও অনেক বেশি টাকা রোজগার করে রাজ্যের মুখ উজ্জ্বল করবে।

কন্যাশ্রী নামে অনেক কিছু হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এবার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় গড়বেন তিনি। মেয়েরা যাতে পড়াশোনার পর চাকরি পেতে পারে সেজন্য তাদের কারিগরি শিক্ষার বন্দোবস্ত করতে কারিগরি শিক্ষা দফতরকে প্রয়োজনীয় নির্দেশও মঞ্চে দাঁড়িয়েই দেন মুখ্যমন্ত্রী।


(ছবি – সৌজন্যে – ট্যুইটার – এআইটিসি অফিসিয়াল)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button