এটা মানুষের জয়। তাই মানুষের প্রত্যাশা পূরণের যথাসাধ্য চেষ্টা করবেন তিনি। এদিন দুপুরে রেড রোড ছাড়ার আগে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী আসনে বসে তাঁর প্রথম প্রতিক্রিয়ায় এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে সোজা নবান্নে রওনা দেন মুখ্যমন্ত্রী। দুপুর আড়াইটে নাগাদ নবান্নে হাজির হয় তাঁর গাড়ি। নির্ধারিত সময়ের আধঘণ্টা আগেই নবান্নে হাজির হয়ে হেঁটে প্রধান ফটক দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান মুখ্যসচিব। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের নগরপাল সহ বড়কর্তারা। এখানেই কলকাতা পুলিশের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে ‘গার্ড অফ অনার’ দিয়ে স্বাগত জানান হয়। সবুজ কার্পেটে মোড়া পোডিয়ামের ওপর দাঁড়িয়ে ‘গার্ড অফ অনার’ গ্রহণের পর সোজা নবান্নে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। ঢোকার মুখে সাততলার বারান্দা থেকে পুষ্পবৃষ্টিতে ভরিয়ে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Read Next
Kolkata
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
October 29, 2024
আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
October 16, 2024
আকাশে মেঘ, কোজাগরী লক্ষ্মীপুজো কি বৃষ্টিতে ভাসবে, কি বলছে আবহাওয়া দফতর
October 9, 2024
আরও বেশি শক্তিশালী হল ভারতীয় নৌসেনা, সৌজন্যে বাংলার সংস্থা
Related Articles
Leave a Reply