রাজ্য সরকারি অফিস এবং স্কুলের ছাদে বসানো হবে সোলার প্যানেল। সেখানে তৈরি হবে সৌর বিদ্যুৎ। যা দিয়ে এসব ভবন আলোকিত হবে। এই প্রকল্প তাঁরা গ্রহণ করেছেন। নাম দেওয়া হয়েছে ‘আলোশ্রী’। সোমবার ট্যুইট করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ছিল জাতীয় অচিরাচরিত বিদ্যুৎ দিবস। দিনটিকে সামনে রেখে এদিন মুখ্যমন্ত্রী ট্যুইট বার্তায় জানান, রাজ্য সরকার সৌর বিদ্যুৎ সহ অন্যান্য অচিরাচরিত বিদ্যুৎ তৈরিতে একগুচ্ছ প্রকল্প গ্রহণ করেছে। তা রূপায়িত করা হচ্ছে।
প্রসঙ্গত অনেক জায়গাতেই এখন অচিরাচরিত বিদ্যুতের ওপর জোর দেওয়া হচ্ছে। যারমধ্যে সৌর বিদ্যুৎ অন্যতম। সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ তৈরি করে রাস্তা আলোকিত হচ্ছে। বাড়ির বিভিন্ন কাজে লাগানো হচ্ছে। এমনকি ইকো পার্কেও বসানো হয়েছে সোলার প্যানেল। যা দিয়ে ওই বিনোদন পার্ক আলোকিত করা হচ্ছে। এবার সরকারি দফতর ও স্কুলে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিল রাজ্য সরকার।