State

মাঝেরহাট ব্রিজ ভাঙা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, মন পড়ে এখানে

৩ দিনের পাহাড় সফরে সবে মঙ্গলবার দার্জিলিংয়ে গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিকেলেই তাঁর কাছে পৌঁছল মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার খবর। এদিকে ততক্ষণে বিকেল গড়িয়েছে। ফলে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী জানান, তিনি চাইলেও এখন কলকাতা ফেরার উপায় তেমন নেই। কোনও বিমান নেই। সড়কপথে পাহাড় থেকে নেমে কলকাতা পৌঁছতে অনেক সময় লেগে যাবে। ফলে তাতে সুবিধে নেই। তাই তিনি প্রতি মুহুর্তের আপডেট নিচ্ছেন আধিকারিকদের কাছ থেকে। জানতে চাইছেন অবস্থা। প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন। আগে সকলকে উদ্ধার করা হোক, এটাই আপাতত চাইছেন মুখ্যমন্ত্রী। পরে কার ভুলে কীভাবে এ ঘটনা ঘটল তার চুলচেরা তদন্ত হবে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন সাংবাদিকদের একথা জানান মুখ্যমন্ত্রী।

২০১৬ সালে পোস্তা ব্রিজ ভেঙে পড়ার পর সেখানে নিজে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে একটা জায়গায় রাস্তার ধারেই বসে হাতে মাইক নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন। তত্ত্বাবধান করেছিলেন উদ্ধারকাজের। মাঝেরহাটের ক্ষেত্রে সে উপায় নেই। তিনি পাহাড়ে। ফলে ওখান থেকেই আপাতত সামাল দিচ্ছেন পরিস্থিতি। নজর রাখছেন অবস্থার দিকে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button