পশ্চিমবঙ্গে কোনও অশান্তি হচ্ছে না। এদিন সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর এদিন প্রথম সাংবাদিক বৈঠকে অশান্তির কথা কার্যত উড়িয়ে দেন মমতা।
এদিন চা বাগান নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। চা বাগানের উন্নয়নে রাজ্য সরকার যে আরও সক্রিয় হবে তাও এদিন পরিস্কার করে দিয়েছেন মমতা। আগামী মঙ্গলবার বিধানসভায় স্পিকার নির্বাচন করা হবে বলেও জানিয়েছেন তিনি। স্পিকার পদে থাকছেন বিমান বন্দ্যোপাধ্যায়ই।
তবে ডেপুটি স্পিকার পদ থেকে সরানো হতে পারে সোনালী গুহকে। সে জায়গায় আসতে পারেন হায়দার আলি সফি। অন্তত এমনই ইঙ্গিত এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করা মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ৩ জুন নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে টাউন হলে। পরে জেলায় জেলায় হবে প্রশাসনিক বৈঠক। আগামী ১৭ জুন পরের মন্ত্রিসভার বৈঠক। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই এদিন ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোট ভোট করে অনেকটা সময় নষ্ট হয়েছে। তাই সময় নষ্ট না করে তিনি দ্রুত কাজ শুরু করতে চান বলেও এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।