রাজ্যের ২৮ হাজার পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। তা নিয়ে মামলার জেরে শুক্রবার পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। এদিন সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান টাকা তো কমিটিগুলোর কাছে পৌঁছে গেছে। আর তো ফেরত নেওয়া যাবে না! এদিন ছিল তৃণমূলের কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন প্রসঙ্গক্রমে একথা জানান তিনি।
মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রী চটা এমন কানাঘুষো শোনা যাচ্ছিল। এদিন দেখাও গেল। শোভন চট্টোপাধ্যায়কে এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দিলেন তৃণমূল নেত্রী। সেখানে দায়িত্ব দেওয়া হল শুভাশিস চক্রবর্তীকে। এছাড়া ২০১৯-এর আগে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারীদের দায়িত্ব বেড়েছে।
সামনেই দুর্গাপুজো। সেসময়ে বিরোধী দলের তরফে চক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
২০১৯-এর আগে ব্রিগেডে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে একটি জনসভা করতে চলেছে তৃণমূল। সেই জনসভায় সব বিজেপি বিরোধী দলকেই আহ্বান জানানো হবে বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দাড়িভিট কাণ্ড নিয়ে প্রশ্ন করায় মুখ্যমন্ত্রী দাবি করেন, ওই স্কুলে যা হয়েছে তা আরএসএস, বিজেপির কাজ। আরএসএস এখন বিজেপির চেয়েও ভয়ংকর হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি।