নোটবন্দি কেলেঙ্কারি করে কেন্দ্রীয় সরকার দেশকে ঠকিয়েছে। নোটবন্দি অর্থনীতিকে ধ্বংস করেছে। লক্ষ লক্ষ মানুষের জীবন শেষ করে দিয়েছে। যাঁরা নোটবন্দি করেছিলেন, তাঁদের জনগণ শাস্তি দেবে। নোটবন্দির দ্বিতীয় বর্ষপূর্তিতে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে ট্যুইট বার্তায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোটবন্দিকে এক বড় কেলেঙ্কারি হিসাবে ব্যাখ্যা করেন তিনি। দিনটিকে কালো দিন বলে অভিহিত করেন।
২০১৬ সালের ৮ নভেম্বর তখন দেশে চালু থাকা ৫০০ ও ১০০০ টাকার নোটকে অচল বলে ঘোষণা করে কেন্দ্র। বৃহস্পতিবার তার দ্বিতীয় বর্ষপূর্তি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)