সামনেই ভোট। তার আগে মতুয়াদের মন পেতে বৃহস্পতিবার কার্যত কল্পতরুর ভূমিকা নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার সার্বিক উন্নয়ন, সৌন্দর্যায়নের পাশাপাশি মতুয়া সংঘের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এজন্য উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় ৮ দশমিক ৮ একর জমিও কৃষি বিভাগ থেকে দিয়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেই জমি শিক্ষা দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এখানে এসেছিলেন মতুয়ারা। এই মুহুর্তে তাঁদের ভোটার সংখ্যা ৩০ লক্ষ। এদিন ছিল মতুয়া মহাসংঘের ‘বড়মা’ বীণাপাণি ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষে এদিন সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মতুয়া মহাসংঘের আন্দোলনের ইতিহাসকে কুর্নিশ জানান। মুখ্যসচিবকে জানিয়ে দেন মতুয়া ঠাকুরবাড়ির জন্য ২টি গেট তৈরি হবে। যা তৈরি করবে রাজ্য পর্যটন বিভাগ। এছাড়া গোটা এলাকা আলো দিয়ে ভরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)