বিজেপির রথযাত্রাকে রাবণযাত্রা বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে মমতা বলেন, যে পথে বিজেপি রথযাত্রা করবে, পরদিন সেই পথেই হবে তৃণমূলের পবিত্র যাত্রা। একই রুটে তৃণমূলের এই ‘শুদ্ধিকরণ’ যাত্রা হবে বলেও জানিয়ে দেন তিনি।
এদিন শুরু থেকেই কড়া মেজাজে ছিলেন দলনেত্রী। সামনেই ২০১৯-এর লোকসভা নির্বাচন। তার আগে ঘর গোছানোর বার্তা আগেও দিয়েছেন তৃণমূল নেত্রী। এদিন ফের সেই বার্তাই পৌঁছে দিলেন দলীয় নেতা কর্মীদের কাছে। তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে তিনি যে ক্ষুব্ধ তাও এদিন চাঁচাছোলা ভাষায় বুঝিয়ে দেন। সাফ জানান যাঁরা দলের পুরনো কর্মী। দলের দুঃসময়ে পাশে ছিলেন। কিন্তু এখন অসম্মানিত হয়ে বাইরে রয়েছেন তাঁদের ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনতে হবে দলীয় নেতা কর্মীদেরই। নাহলে তিনি নিজেই তাঁদের ফিরিয়ে আনবেন বলে জানিয়ে দেন নেত্রী। এমনকি যাঁরা আজ দল থেকে দূরে তাঁদের সরাসরি তাঁকে চিঠি পাঠানোর অনুরোধ করেন তিনি। চিঠি পেলে তিনিই তাঁদের ফিরিয়ে আনবেন। আর তখন দেখবেন কোন নেতার কত ক্ষমতা!
গোষ্ঠীকোন্দল ভুলে বরং এলাকায় এলাকায় প্রচার বাড়ানোর, মানুষের কাছে যাওয়ার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে রুখতে স্থানীয় নেতৃত্বকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। দলের সঙ্গে যাঁরা ‘গদ্দারি’ করবেন তাঁদের বার করতে তাঁর এতটুকু হাত কাঁপবে না বলেও জানিয়ে দেন তৃণমূলনেত্রী।