রাজ্যের কৃষকদের স্বার্থে বর্ষশেষের দিনে নবান্ন থেকে জোড়া উপহারের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকবন্ধু নাম দিয়ে এদিন রাজ্যের কৃষকদের জন্য ২টি নতুন ঘোষণা করেন তিনি। এক, কৃষকরা একর প্রতি জমির জন্য নতুন বছর থেকে বছরে ৫ হাজার টাকা করে চাষের জন্য পাবেন। সরকার তা দেবে। একর প্রতি ৫ হাজার টাকা বছরে ২ ভাগে ভেঙে প্রদান করা হবে। প্রতি খেপে আড়াই হাজার টাকা করে পাবেন কৃষকরা। দ্বিতীয়ত, ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে কোনও কৃষক পরিবারের কর্মক্ষম কৃষিজীবীর মৃত্যু হলে পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আগেই কৃষকদের জন্য ফসল বীমার টাকার ৮০ শতাংশ প্রিমিয়াম সরকার দেয়। কৃষকদের জন্য রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুবিধা। এছাড়াও নানা সুবিধা কৃষকদের জন্য রয়েছে। তাঁদের ফসলি জমির জন্য মিউটেশন ফি দিতে হয়না। এবার সেই তালিকায় যুক্ত হল নতুন ২ সুবিধা। ফলে নতুন বছরে পা দেওয়ার মুহুর্তে এদিনের ঘোষণাকে রাজ্যের কৃষকদের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে নববর্ষের উপহার হিসাবেই দেখছেন সকলে।