Kolkata

১২৫টির বেশি আসন পাবেনা বিজেপি, দাবি মমতার

২০১৯ লোকসভা নির্বাচনে ১২৫টির বেশি আসন পাবেনা বিজেপি। সরকার গড়ার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি। বৃহস্পতিবার বিকেলে ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার ১৯ জানুয়ারি ব্রিগেডে বিশাল সমাবেশ করতে চলেছে তৃণমূল। সেখানে উপস্থিত থাকবে ভারতের বিভিন্ন প্রান্তের বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলি। এদিন তৃণমূলের অন্য নেতাদের সঙ্গে মঞ্চ তৈরির কাজ সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। দেন প্রয়োজনীয় পরামর্শ। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই সমাবেশ এক ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে। ১৯৮৯ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যে ব্রিগেড করেছিলেন তার চেয়েও বড় হবে এই ব্রিগেড সমাবেশ।

তৃণমূল নেত্রী জানান, শুক্রবারই শহরে এসে পড়বেন ডিএমকে-র স্ট্যালিন, এসপি-র অখিলেশ যাদব, জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, বিএসপি-র সতীশ মিশ্র, ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বাবুলাল মারান্ডি, এলজেডিপি-র শরদ যাদবরা। শুক্রবার আসবেন আপ-এর অরবিন্দ কেজরিওয়াল, আরজেডি-র তেজস্বী যাদব। আসবেন জেডিইউ-র কুমারস্বামীও। কংগ্রেসের তরফে উপস্থিত থাকবেন মল্লিকার্জুন খাড়গে ও অভিষেক মনু সিংভি।


মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, এই সমাবেশের নাম হবে ইউনাইটেড ইন্ডিয়া ব়্যালি। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একটা মঞ্চ হবে এটি। এখানে তিনি বিশেষ কথা বলবেন না। বরং শুনবেন। শুনবেন অন্য দলের নেতারা কী বলেন। মমতার দাবি, এই আঞ্চলিক শক্তিগুলিই ২০১৯ লোকসভা নির্বাচনের পর সরকার গড়ার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেবে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button