Kolkata

বণিক মহলকে বিনিয়োগে আহ্বান মুখ্যমন্ত্রীর

Mamata Banerjeeমুখ্যমন্ত্রী হিসাবে তাঁর দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই লক্ষ্য ছিল রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করা। এদিন সেই লক্ষ্যকেই দিনের আলো দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত এই সব সম্বর্ধনা অনুষ্ঠান জাতীয় কর্মসূচী এড়িয়ে চলাই তাঁর পছন্দ। কিন্তু এদিন ব্যক্তিগত পছন্দের বেড়া ভেঙে শহরের এক পাঁচতারা হোটেলে বণিকসভা আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বণিক মহলের উদ্দেশ্যে বলেন যে সরকার রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ দিতে সদা তৎপর। তবে শুধু সরকারি প্রচেষ্টাতেই বিনিয়োগ সম্ভব নয়। শিল্প মহলেরও বিনিয়োগে উৎসাহ দেখানোর প্রয়োজন আছে। তিনি রাজ্য সরকারের প্রধান কাণ্ডারি হিসাবে বিনিয়োগের সহযোগী সমস্ত রকম সাহায্য দিতে প্রস্তুত। কিন্তু বণিক মহলকেও সাহস দেখিয়ে এগিয়ে আসতে হবে। মমতা আরও বলেন যে শুধু করব বললে কাজ করা হয় না, বাস্তবে কাজ করে দেখানোটাই আসল প্রাপ্তি।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button