Kolkata

নগরপাল রাজীব কুমার প্রত্যেকদিন অফিস করছেন, মিথ্যা খবর রটানো হচ্ছে, বললেন মুখ্যমন্ত্রী

বিশ্বের অন্যতম সেরা পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁর সাহস ও সততা প্রশ্নাতীত। তিনি ২৪ঘন্টা, ৭ দিন অফিস করেন। মাঝে মাত্র ১ দিনের ছুটি নিয়েছিলেন। তাঁর সম্বন্ধে যে খবর রটানো হচ্ছে তা মিথ্যা। আর মিথ্যা সবসময় মিথ্যাই হয়। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতার নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর ছড়িয়েছে তা নিয়ে এদিন এভাবেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সারদা কাণ্ডে সিবিআইয়ের ডাকে সাড়া না দিলে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করা হতে পারে। এই খবর সামনে আসার পরই রাজ্য জুড়ে হৈচৈ পড়ে গেছে। সিবিআই সূত্রে সংবাদ সংস্থা আইএএনএসকে এমনও জানানো হয় রাজীব কুমারকে খুঁজছে সিবিআই। কিন্তু তাঁর বৃহস্পতিবারের পর খোঁজ নেই। এদিন সেই অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজীব কুমার শহরেই আছেন। প্রত্যেকদিন অফিস করছেন।


Rajeev Kumar
ফাইল : রাজীব কুমার, ছবি – আইএএনএস

রাজীব কুমারকে নিয়ে খবর বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। তাদের টার্গেট কেবল রাজনৈতিক দলগুলিই নয়। বিজেপি ক্ষমতার অপব্যবহার করে পুলিশকেও নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এভাবে বিজেপি সব সংস্থাকেই শেষ করে দিতে চাইছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button