হাতে সারদা কর্তার চিঠি, পাল্টা চাপ দিলেন মুখ্যমন্ত্রী
গ্রেফতারি এড়াতে পালানোর আগে এই চিঠি সিবিআইকে দিয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন বলে দাবি করা হয়েছে। সেই চিঠিতে অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম উল্লেখ রয়েছে।
বিজেপি করলেই সব কিছু মাফ? সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি হাতে নিয়ে এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ধর্নামঞ্চেই সেই চিঠি ফাঁস করে দেন তিনি।
গ্রেফতারি এড়াতে পালানোর আগে এই চিঠি সিবিআইকে দিয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন বলে দাবি করা হয়েছে। সেই চিঠিতে অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম উল্লেখ রয়েছে।
চিঠিতে সুদীপ্ত সেন লেখেন তাঁর কাছ থেকে গত ৬ মাসে ৩ কোটি টাকা খেপে খেপে নেন হিমন্ত বিশ্ব শর্মা। বেশ কিছু ভাউচারে সই করিয়েও দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর প্রশ্ন তাহলে এক্ষেত্রে সিবিআই চুপ কেন? বিজেপি করলেই কী সব মাফ?
মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, ফোন করে ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআইয়ের ভয় দেখায় বিজেপি। বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, তাঁদের ছোটখাটো ভাবার কারণ নেই। তাঁদের হাতেও কিছু তথ্য আছে। কেন হিমন্তকে ধরা হচ্ছে না সে প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।
যদিও মুখ্যমন্ত্রীর এই দাবি এদিন ট্যুইট করে নাকচ করে দেন অসমের স্বাস্থ্য, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগই ভিত্তিহীন। বরং তিনি তদন্তে সাহায্য করছেন।