পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে শনিবার বিকেলে মৌন মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে বিকেল ৪টেয় মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত বক্সি, দোলা সেন, দেবাশিস কুমার সহ তৃণমূলের বহু নেতানেত্রী। আর পা মেলান তৃণমূল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। মিছিল যত এগিয়েছে ততই মিছিল বহরে বেড়েছে।
মিছিলের পুরোভাগে ছিলেন মুখ্যমন্ত্রী। মিছিল এগোয়, তবে কোনও স্লোগান ছিলনা। মৌন মিছিল হয়। কারও কারও মুখে বাঁধা ছিল কালো কাপড়। মিছিল এক্সাইড হয়ে, পার্ক স্ট্রিট হয়ে মেয়ো রোড ধরে বিকেল ৫টায় পৌঁছয় ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে। এই ১ ঘণ্টার মিছিলে বহু মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে দেখেছেন। কেউ কেউ তখনই সিদ্ধান্ত নিয়েছেন মিছিলে পা মেলানোর।
শহিদদের শ্রদ্ধা জানাতে গান্ধী মূর্তির পাদদেশে সমবেতভাবে আলোকের পরশমণি গাওয়া হয়। তারপর মুখ্যমন্ত্রীর ডাকে শহিদদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন সকলে। এই শ্রদ্ধাজ্ঞাপন শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রী দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন আগামী রবিবার দুপুর ২টো থেকে ৩টে এই এক ঘণ্টায় রাজ্যে প্রতিটি ব্লকে ব্লকে শহিদদের শ্রদ্ধা জানিয়ে যেন শান্তি মিছিল বার করা হয়। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মিছিল হবে মৌন।