
গৌমাতে বিদ্যুৎ সাব-স্টেশন, ৩০০ শয্যার মাল্টিস্পেশালিটি হাসপাতাল, রথিপুরে সরকারি কলেজ এবং খাদ্য দফতরের গুদাম। আপাতত এই ৪টি উপহার দিয়ে নারায়ণগড়ে তাঁর কথা রাখা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুটা বিধানসভা নির্বাচনের আগের শেষ অধিবেশনে। প্রাক্তন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রকে বিধানসভায় দাঁড়িয়েই ক্ষমতা থাকলে নারায়ণগড়ে জিতে দেখানোর খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন মমতা। নির্বাচনী প্রচারে নারায়ণগড়ের মানুষকে কথা দিয়েছিলেন এখান থেকে তৃণমূলকে জেতালে নারায়ণগড় যা চাইবে তিনি তাই দেবেন। নির্বাচন হয়ে গেছে। নারায়ণগড় হারিয়েছেন সূর্যকান্ত মিশ্র। নারায়ণগড়ের মানুষ জিতিয়ে এনেছেন তৃণমূলকে। তাই এবার মুখ্যমন্ত্রীর কথা রাখার পালা। দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে কিছুটা গুছিয়ে নিয়েই তাই সোমবার তিনি হাজির হয়েছিলেন নারায়ণগড়ে। সেখানকার মানুষকে ধন্যবাদ জানাতে। সঙ্গে ছিল নারায়ণগড়ের জন্য বিশেষ প্যাকেজ। আপাতত ৪টি উপহার দিয়ে শুরু। রাজ্যের সার্বিক উন্নয়নের যজ্ঞে নারায়ণগড় যে বিশেষ গুরুত্ব পাবে তা এদিন স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে এসে মমতা বলে গিয়েছিলেন নারায়ণগড়ে তৃণমূল জিতলে তিনি এখানকার বিখ্যাত ডালবড়া খাবেন। এদিন সেই ডালবড়া তাঁর হাতে তুলে দেওয়া হয়। হাসি মুখে সেই ডালবড়া গাড়িতে তুলে নেন বরাবরের তেলেভাজা প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়।