পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হানা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতায় তৃণমূলের কোর কমিটির বৈঠকে মমতা দাবি করেন, পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রের কাছে আগাম খবর ছিল। প্রধানমন্ত্রী জানতেন। তবু আড়াই হাজার জওয়ানকে আকাশপথে না নিয়ে গিয়ে সড়কপথে নিয়ে যাওয়া হয়েছিল। তাও আবার রাস্তায় নাকা চেক ও নিরাপত্তা সুনিশ্চিত না করেই।
মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, লোকসভা নির্বাচনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি করছেন। মমতা এদিন প্রশ্নের সুরে তোপ দেগে বলেন, যখন পুলওয়ামায় জঙ্গি হামলা হয় তখন প্রধানমন্ত্রী কোথায় ছিলেন? প্রধানমন্ত্রীর কাছে সব খবর ছিল। তিনি জানতেন এমন ঘটনা ঘটবে। মমতার প্রশ্ন, কেন এভাবে জওয়ানদের মৃত্যু হল? কারণ প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে ভোটের মুখে রাজনীতি করতে চাইছেন। এভাবে জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি উচিত নয় বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী।
ভোটের মুখে এভাবে সরাসরি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটি স্পর্শকাতর জঙ্গি হামলা নিয়ে মুখ্যমন্ত্রীর তোপ কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন খোলাখুলি মুখ খোলার পর রাজনীতির রণকৌশল কোন পথে যায় আপাতত সেদিকেই চেয়ে সকলে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)