ভারতীয় বায়ুসেনা মঙ্গলবার পাকিস্তানের মাটিতে জইশের জঙ্গি ডেরা নিশ্চিহ্ন করতে যে সফল সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে তারজন্য ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তাঁর অভিনন্দন বার্তায় আইএএফ-কে ইন্ডিয়ান এয়ার ফোর্সের বদলে ইন্ডিয়ান অ্যামেজিং ফোর্স বলে ব্যাখ্যা করেন মমতা। ভারতীয় বায়ুসেনার তারিফ করে তাকে আশ্চর্য বাহিনী বলে ব্যাখ্যা করেন তিনি।
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলেই নয়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, মহারাষ্ট্রের পুরো বিধানসভা, বাম শাসিত কেরালার বিভিন্ন রাজনৈতিক নেতা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল সহ বিজেপিপন্থী ও বিজেপি বিরোধী সকলেই এই সার্জিক্যাল স্ট্রাইকের প্রশংসা করেছেন। একে সঠিক পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক কদম এগিয়ে বলেছেন, এই ধরণের পাল্টা আক্রমণ একমাত্র নরেন্দ্র মোদীর পক্ষেই সম্ভব। সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের ঘাঁটি টার্গেট করে এই সার্জিক্যাল স্ট্রাইক সঠিক পদক্ষেপ হয়েছে বলে দাবি করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা