State

ভারতীয় সেনাকে সমর্থন করেন, মোদীকে নয়, বললেন মুখ্যমন্ত্রী

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত কাজ করেননা। তাই তাঁর উন্নয়নমূলক কাজের জন্য প্রচার লাগে না। প্রধানমন্ত্রী তো বাথরুমেরও উদ্বোধনে যান। বুধবার হাওড়ায় ২১৭টি প্রকল্পের উদ্বোধন করে এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ১ হাজার ৩০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, তাঁর উন্নয়নমূলক কাজ কোনও প্রচারমুখী চমক নয়। তাঁর দাবি, ভোটের মুখে সেনাকেও ছাড়ছেন না প্রধানমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, তিনি একদিনে ১ হাজার প্রকল্পেরও উদ্বোধন করেন। সরকারের অর্থ অযথা ব্যয় হতে দেননা। প্রচারের জন্যও অর্থব্যয়ে এভাবে লাগাম দেন। তাঁর মতে, কোনও ভাল কাজের জন্য প্রচুর প্রচার করে লাভ কী? তাঁর মতে, ভাল কাজের কোনও প্রচার লাগে না।


এদিন মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা ভারতীয় সেনাকে সমর্থন করেন কিন্তু ‘মোদীবাবু’-কে নয়। কোনও নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন, ওঁদের বিরুদ্ধে কথা বললেই তাঁকে পাকিস্তানি বলা হচ্ছে, যেন ওঁরাই একমাত্র ভারতীয়। এদিন সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি নেতারা তাঁর ধর্ম জানতে চেয়েছেন। তাঁর ধর্ম মানবতা। তবে বিজেপি মানবতা বুঝবে না। কারণ তারা শুধু হিংসা চায়।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button