Kolkata

যুদ্ধ যুদ্ধ খেলা খেলছেন প্রধানমন্ত্রী, দাবি মমতার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিলের হাত ধরেই কার্যত লোকসভা ভোটের প্রচার শুরু করলেন তিনি। মিছিল ধর্মতলায় শেষ হওয়ার পর মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ভোট সামনে। তাই ভোটের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিসাইল দেখাচ্ছেন। যুদ্ধ যুদ্ধ খেলা খেলছেন। আগে থেকে খবর থাকা সত্ত্বেও পুলওয়ামায় এত সেনার জীবন গেল কেন? এমন প্রশ্ন এদিন মঞ্চ থেকে ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী।

নরেন্দ্র মোদীকে এদিন রাফাল নথি চুরি নিয়েও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যিনি দেশের গুরুত্বপূর্ণ নথি চুরি আটকাতে পারেননা, তিনি দেশকে সুরক্ষা দেবেন কীভাবে? মমতার দাবি, নতুন সরকার এসে কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনবে।


মুখ্যমন্ত্রীর এদিনের পদযাত্রা কার্যত জনসমুদ্রের চেহারা নেয়। খুব বিশাল পথ না হলেও শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা, মিছিল যত এগিয়েছে ততই বহরে বড় হয়েছে মিছিল। গরম উপেক্ষা করেই মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মিলিয়েছেন দলের কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button