সারাদিন ব্যস্ততা। এদিন আবার ছিল ভোটের মুখে দলের ইস্তেহার প্রকাশ। তারপরও ছিল বিভিন্ন কাজ। সেসব সেরে বিকেল সন্ধে নাগাদ বাড়ি ফিরছিলেন তিনি। আচমকাই তিনি হাজির হন চেতলার সিআইটি বাজারে। সকলেই ভেবেছিলেন তাহলে হয়তো বাজারের দরদামের কেমন অবস্থা, ব্যবসায়ীরা কেমন আছেন। দাম নিয়ে ক্রেতারা খুশি কিনা। এসব খতিয়ে দেখবেন। যেমন এর আগেও হয়েছে। ভোটের মুখে সাধারণ মানুষের নিত্যসঙ্গী বাজারের অবস্থা খতিয়ে দেখতে চান তিনি।
সকলকে অবাক করে চেতলার সিআইটি বাজারে প্রবেশ করে একটি কাঁচা বাজারের দোকানের সামনে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। পাশেই ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। দোকানের সামনে দাঁড়িয়ে বিভিন্ন সবজি কেনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সাধারণ মানুষ নিত্যদিন যা বাজার থেকে কেনেন তেমনই পটল, উচ্ছে, ক্যাপসিকামের মত কিছু আনাজ কেনেন তিনি।
আগে বাজারের দরদাম, ক্রেতা-বিক্রেতার মতামত জানতে বাজারে এলেও তাঁকে বাজার করতে কেউ দেখেনি। এদিন বাড়ির জন্য কিন্তু গুছিয়ে বাজার করলেন মুখ্যমন্ত্রী।
বিকেল সন্ধের বাজার। আশপাশে মানুষের ভিড়। তারমধ্যে স্বয়ং মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে, তাঁকে বাজার করতে দেখে যে যেদিক থেকে পারেন ছবি তুলতে থাকেন। সেসব ছবি মোবাইলে ক্যামেরাবন্দিও হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এমন ঘরোয়া মেজাজে দেখে অনেকেই খুশি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)