
রাজ্যে হাতির হানা বেড়েই চলেছে। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে হাতির পাল। মানুষকে মারছে। লোকালয়ে তাণ্ডব চালাচ্ছে। ফসলের ব্যাপক ক্ষতি করছে। এসব নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলা হলেও দফতরের তরফ তেমন কোনও পদক্ষেপ চোখে পড়েনি। এদিন তাই ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে সরাসরি হাতির সমস্যা মেটাতে বন দফতরের ঢিমেতাল ভাবকে দায়ী করেছেন তিনি। হাতি সমস্যা মোকাবিলায় দ্রুত বন দফতরকে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। বিষয়টির দিকে মুখ্যসচিবকেও নজর রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।