নির্বাচনের পর নৈহাটি ও সংলগ্ন এলাকায় বহু পরিবার ঘরছাড়া। তাঁদের ফের ঘরে ফেরাতে বৃহস্পতিবার বিকেলে নৈহাটি পুরসভার সামনে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে আসার সময় ভাটপাড়ায় মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে পড়েন। সেখানে বেশ কিছু মানুষ জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। মুখ্যমন্ত্রী জানান, তাঁকে উদ্দেশ্য করে কটূক্তিও করা হয়। তাঁর গাড়ি ভাঙার চেষ্টা হয়। এরপরই মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই বলেন, এখানেই খাবে, এখানেই পড়বে। আর এখানেই গুণ্ডামি করবে। যারা তাঁকে কটূক্তি করেছে তারা এ রাজ্যের নয় বলে জানান মুখ্যমন্ত্রী। গোটা এলাকা জুড়ে ঘরে ঘরে ঢুকে এদের খোঁজ করার নির্দেশ দেন পুলিশকে।
নৈহাটির সভা থেকেও একের পর এক হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে পরিবারের মাথা পিছু ভোটের জন্য ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। আঙুল ছিল বিজেপির দিকে। নাম না করে মুকুল রায় ও অর্জুন সিংকে বিঁধেছেন। ২ জনকেই নাম না করে গদ্দার বলে চিহ্নিত করেছেন। বিজেপির টাকা নিয়ে এঁরা ২ জন এখানে অত্যাচার চালিয়েছেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি দাবি করেন, আগামী দিনে ভাটপাড়া, নৈহাটি, কাঁচড়াপাড়ার মত এলাকা থেকে বিধানসভা ও পুর নির্বাচনে একটি আসনও বিজেপি পাবেনা।
ঘরছাড়াদের ঘরে ফেরানো নিয়ে পুলিশের ভূমিকাতেও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। পুলিশকে দ্রুত এলাকায় শান্তি ফিরিয়ে ঘরছাড়াদের ঘরে ফেরানোর বন্দোবস্ত করতে বলেন। কাজ ঠিকমত না হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেন তিনি। সরাসরি ডিজি ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে সব হিসাব তিনি নেবেন বলে জানিয়ে যান মমতা।