কলকাতায় ভোটের আগে একটি বিশাল রোড শো করেন বিজেপি সভাপতি অমিত শাহ। ধর্মতলা থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত সেই রোড শো ঘিরে অশান্তি কম হয়নি। বিদ্যাসাগর কলেজের সামনে দিয়ে রোড শো যাওয়ার পরই বিদ্যাসাগর কলেজের হস্টেলে ভাঙচুর হয়। ভেঙে ফেলা হয় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ছিছি পড়ে যায়। বিজেপি ও তৃণমূল একে অপরের ঘাড়ে মূর্তি ভাঙার দায় চাপাতে থাকে। সেদিন রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূর্তির টুকরো কুড়িয়ে রেখে যান তিনি।
যেখানে সেদিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল সেখানেই আবার নতুন মূর্তি স্থাপনের কথা মঙ্গলবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার আবক্ষ মূর্তিটি হবে আকারে বড়। হবে ব্রোঞ্জের তৈরি। মূর্তি পুনর্স্থাপিত হবে আগামী ১১ জুন। বিশাল অনুষ্ঠান করেই বিদ্যাসাগরের মূর্তি পুনর্স্থাপিত হবে। একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে সে সময় তৃণমূল বিজেপি চাপানউতোর কম হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জানিয়ে গিয়েছিলেন যেখানে মূর্তি ভাঙা হয়েছে সেখানেই তিনিও মূর্তি স্থাপন করবেন। এদিকে বিদ্যাসাগরের জন্মের ২০০ বছর পূর্তি উপলক্ষে রাজ্য সরকারও বড় করে তা পালন করার কথা স্থির করেছে। তারজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।