
রাজ্যে ৩টি নতুন জেলা হবে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকের শেষে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩টি জেলা হচ্ছে ঝাড়গ্রাম, কালিম্পং ও আসানসোল। মন্ত্রিসভার ছাড়পত্র আগেই মিলেছে। এখন দরকার হাইকোর্টের অনুমতি। হাইকোর্ট অনুমতি দিলেই পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়ে যাবে। এর মধ্যেই চলবে নতুন জেলা তৈরির জন্য বাদ বাকি সাংবিধানিক নিয়মের ছাড়পত্র জোগাড়। মুখ্যমন্ত্রীর দাবি, ৩টি জায়গাতেই পরিকাঠামো অনেকটা তৈরি হয়ে আছে। বাকিটাও দ্রুত সম্পূর্ণ করা হবে। এদিকে এদিন প্রশাসনিক বৈঠকে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থার মত ত্রিস্তরীয় প্রশাসনিক কাঠামোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যার মাথায় থাকছে মুখ্যমন্ত্রীর দফতর। তারপরে থাকছেন জেলাশাসক। সবচেয়ে নিচে থাকছেন বিডিও।