Kolkata

আর্থিক উন্নয়ন নয়, কেন্দ্রের এখন একটাই কাজ রাজনীতি করা, খোঁচা মমতার

দেশের আর্থিক উন্নয়নের দিকে নজর নেই। কেন্দ্রের এখন শুধু একটাই কাজ রাজনীতি করা। ফের সোশ্যাল সাইটকে হাতিয়ার করে এভাবেই কেন্দ্রকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী রবিবার জানান ২০১৮-১৯ আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার সবচেয়ে বেশি এসেছে। ১২.৩৮ শতাংশ বৃদ্ধির হার। যা সারা ভারতের মধ্যে সবোর্চ্চ। আর এই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের তৈরি। রাজ্যের এই গর্বের দিনের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান মমতা।

মমতা এদিন লেখেন, দেশের কী পরিস্থিতি তা সকলের বোঝার সময় এসেছে। কেন্দ্রীয় সরকার দেশের আর্থিক উন্নয়ন ভুলে এখন শুধু রাজনীতি করছে এবং শুধুই রাজনীতি করছে। যার ফলে দেশের সার্বিক বৃদ্ধির হার ক্রমশ পড়ছে। ৪৫ বছরে বেকারত্ব সর্বোচ্চ মাত্রা ছুঁয়েছে। সার্বিক জিডিপির হার পড়ছে। ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ গত বছরের তুলনায় ৫ শতাংশ পড়েছে।


এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সরকারি সংস্থার বেসরকারিকরণের প্রচেষ্টারও বিরোধিতা করেন। খতিয়ান তুলে ধরে মমতা লেখেন এফডিআই পর্যন্ত নেগেটিভ গ্রোথ রেট উপহার দিয়েছে। যদিও এর পাল্টা বিজেপির তরফে এখনও কিছু বলা হয়নি। অন্যদিকে খতিয়ানের হাত ধরে পশ্চিমবঙ্গের এই আর্থিক বৃদ্ধির হার সামনে এনে কিন্তু বিজেপির ওপর একটা চাপ তৈরি করে দিলেন মমতা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button