বাংলায় কিছুতেই এনআরসি মানা হবে না। ২ কোটি মানুষকে বাংলা থেকে বার করে দেওয়া হবে বলে বিজেপির দাবিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও জানান, ২টো লোকের গায়ে হাত দিয়ে দেখুক। সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত এনআরসি-র বিরুদ্ধে পদযাত্রা করে শ্যামবাজারের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, অসমে এনআরসি করে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের আলাদা রাখার ব্যবস্থা হচ্ছে। যাঁরা সঠিক কাগজ জমা দিয়েছিলেন তাঁদেরও তালিকায় জায়গা হয়নি, এমনও হয়েছে। সঠিক তথ্য দিয়েও নাম বাদ গেছে। বাংলায় তা হতে দেওয়া হবে না। যাঁরা এখানে আছেন তাঁরা এ রাজ্যেরই বাসিন্দা। অসমে পুলিশ দিয়ে হয়েছে। এখানে হবেনা বলে হুঁশিয়ারি দেন মমতা।
এদিন এনআরসি বলেই নয়, ভারতে অর্থনৈতিক অবস্থা নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। দাবি করেন, ভারতে অর্থনৈতিক ধস নেমেছে। মানুষের হাতে টাকা নেই। গাড়ি বিক্রি হচ্ছেনা। এসব সংকটকে ধামাচাপা দিতে এখন এনআরসি প্রসঙ্গকে সামনে আনা হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এরমধ্যে বিলগ্নিকরণের রাস্তায় হাঁটছে কেন্দ্র। সব বিলগ্নিকরণ করে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ব্যাঙ্ক সংযুক্তিকরণের বিরুদ্ধে এদিন ফেটে পড়েন মমতা। ইউবিআই হেড অফিস, এলাহাবাদ ব্যাঙ্কের হেড অফিস এখান থেকে তুল নিয়ে যাওয়া হচ্ছে। ব্যাঙ্ক বন্ধ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। মানুষের টাকা ওই ব্যাঙ্কগুলিতে সুরক্ষিত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিএসএনএল-এর কর্মীদেরও পাশে দাঁড়ান তিনি। ছাত্র যুবদের আরও উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।