অমিত শাহ পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে কোনও কথা বলেননি। তবে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে এসেছেন। পশ্চিমবঙ্গে যে এনআরসি-র দরকার নেই তা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে এসেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি বেরিয়ে এসে জানিয়েছিলেন তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর এনআরসি প্রসঙ্গে কোনও কথা হয়নি। বৃহস্পতিবার দুপুরে নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে কিন্তু সেই এনআরসি প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দিয়ে এসেছেন। তাতে তিনি অসমে এনআরসি করায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বলে জানিয়ে বলেছেন, এঁদের মধ্যে অনেক বাংলাভাষী, হিন্দিভাষী ও অসমিয়া মানুষ রয়েছেন। অনেক সঠিক ভোটারের নামও বাদ পড়েছে। বিষয়টি দেখার জন্য তিনি অনুরোধ করেছেন। বৈঠক শেষে একথা নিজেই জানান মুখ্যমন্ত্রী।
অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পরই পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বে এ রাজ্যেও এনআরসি চালু করার দাবিতে সোচ্চার হন। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় খোদ জানিয়ে দেন এ রাজ্যে তিনি বেঁচে থাকতে এনআরসি চালু করতে দেবেন না। এই উত্তপ্ত পরিস্থিতিতে কিন্তু অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুর দেড়টা নাগাদ বৈঠক হয়। আধঘণ্টা বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীকে হলুদ গোলাপ দিয়েই অভিনন্দন জানান মমতা। এদিন অমিত শাহর হাতেও সেই হলুদ গোলাপের বোকে তুলে দেন মুখ্যমন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা