নারদ, সারদায় তৃণমূল কোনও টাকা নেয়নি। এদিন নেতাজি ইন্ডোরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেউ কারও সঙ্গে দেখা করতে এল বা কোনও সাংবাদিক সাক্ষাৎকার নিতে এসে কোনও নেতার সামনে টাকা রেখে দিল। তারপর সেই ছবি তুলে নিয়ে গিয়ে স্টিং করল। এটা সাংবাদিকতার পেশার জন্যও বিপজ্জনক। মুখ্যমন্ত্রীর দাবি, ব্ল্যাকমেল করার জন্য ইচ্ছে করেই এসব স্টিং অপারেশন করা হয়েছে। কারা, কি উদ্দেশ্যে এসব করেছে তা দেখার জন্যই তদন্ত কমিটি গড়েছেন তিনি। মমতার প্রশ্ন শুভেন্দু, ফিরহাদরা কী খেতে পাননা যে তাঁরা টাকা নিতে যাবেন? মুখ্যমন্ত্রী দাবি এটা আপাদমস্তক ষড়যন্ত্র। তদন্তেই সব পরিস্কার হয়ে যাবে।
Leave a Reply