খড়গপুরের জনসভা থেকে ফের একবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এ রাজ্যে কোনও এনআরসি তিনি হতে দেবেন না। মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্য থেকে, এ দেশ থেকে কাউকে তাড়ানো যাবেনা। ভয় না পেয়ে সকলকে একজোট বাঁধার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তিনি কথা দিচ্ছেন, এখানে কোনও এনআরসি, কোনও নাগরিকত্ব বিল হতে দেবেন না।
সোমবারই লোকসভায় বিরোধীদের প্রবল প্রতিরোধের মধ্যে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেদিনই খড়গপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার জানিয়ে দিলেন কোনও এনআরসি তিনি হতে দেবেন না। নাগরিকত্ব সংশোধনী বিল আর এনআরসি একই মুদ্রার এপিঠ ওপিঠ বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী কেন্দ্রকে রোটি, কাপড়া আর মকান দেওয়ার পরামর্শ দেন। এনআরসি করে মানুষে মানুষে ভাগাভাগির চেষ্টা করা যাবে না বলেও জানিয়ে দেন তিনি।
খড়গপুরে প্রথমবার তৃণমূল বিধানসভা নির্বাচনে জিতেছে। বিজেপির জেতা আসন ছিনিয়ে নিয়েছে। জয়ের পরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন খড়গপুরের মানুষকে ধন্যবাদ জানাতে তিনি হাজির হবেন সেখানে। এদিন ছিল সেই দিন। মুখ্যমন্ত্রী এদিন খড়গপুরে জনসভা করে তৃণমূলকে জেতানোর জন্য খড়গপুরের মানুষকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে সুর চড়িয়ে জানিয়ে দেন এ রাজ্যে তিনি এনআরসি বা নাগরিকত্ব বিলের প্রভাব পড়তে দেবেনন না।